রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২০ অপরাহ্ন
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
আওয়ামী লীগ প্রার্থী আবদুর জাহের অভিযোগ করেন, ‘আজ রবিবার ভোরে ইউনিয়নের খাসেরহাটে বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের লোকজন তার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে।’
তবে, অভিযোগ অস্বীকার করেছেন বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন। তাকে ফাঁসানোর জন্য নৌকার প্রার্থী পরিকল্পিভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
Leave a Reply