মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন
আফগানিস্তানে আমেরিকার লজ্জাজনক পরাজয় হয়েছে। ফলে তারা এতদিন বর্বরতা চালিয়েও এখন দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।
আজ রবিবার মার্কিন সেনাদের আকস্মিকভাবে প্রত্যাহার এবং তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের দুই সপ্তাহ পর ইরানি সেনাপ্রধান এ কথা বললেন।
জেনারেল বাকেরি আমেরিকাকে ‘ক্রিমিনাল’ হিসেবে উল্লেখ করে বলেন, নাইন ইলেভেনের হামলাসহ নানা অজুহাত দেখিয়ে এই অঞ্চলে আমেরিকা সেনা মোতায়েন করেছিল। বাস্তবতা হচ্ছে গত ৪২ বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করেনি এবং যত সময় গড়িয়েছে ততই এই অঞ্চলের বিরুদ্ধে তারা আরও বেশি ষড়যন্ত্র ও হুমকি সৃষ্টি করেছে।
ইরানি সেনাপ্রধান আরও বলেন, আফগানিস্তানে যে মর্মান্তিক ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে আমেরিকা। বহু হত্যাযজ্ঞের মধ্যদিয়ে আফগানিস্তান দখল করেছে আমেরিকা, সেখানে তারা লুটপাট এবং নানা অপরাধ চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আফগানিস্তান ছাড়ছে। সূত্র: পার্সটুডে
Leave a Reply