নিজস্ব প্রতিবেদক –
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ( বাঘমারা,চর শিশুয়া, নগদা, দিয়ারকৃষ্ণাই) এর মেম্বার হিসেবে আবুল কালামকে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা । তিনি বাঘমারা গ্রামের মরহুম জসিম উদ্দিন আকন্দের ছেলে।দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমত বিতরণ করেছে ত্রাণ সামগ্রীসহ মাস্ক,নগদ অর্থ। শীতের সময় কম্বল বিতরন,ক্ষতিগ্রস্ত বানবাসীদের পাশে দাডানো,নিজ অর্থায়নে মাটি কাটা, উন্নয়ন মূলক এবং রাজনৈতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, মেম্বার প্রার্থী আবুল কালাম একজন সৎ ও লোভহীন মানুষ। দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়। আমরা তাকে আমাদের ১ নং ওয়ার্ডের মেম্বর হিসেবে পেতে চাই। স্থানীয়রা আরো বলেন, তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।
এদিকে বাঘমারা গ্রামের পবন সরকার জানান, আমরা যখনই বিপদে পড়ি তখনই কালাম ভাইকে পাশে পাই। চারটি গ্রাম নিয়ে ১ নং ওয়ার্ড গঠিত। চারটি গ্রামেই কালাম ভাইয়ের প্রায় ৯০ % ভোটারদের সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিষয়ে মেম্বার পদপ্রার্থী আবুল কালাম বলেন ,আমার পরিবার সব সময় জনগণের পাশে ছিলেন, আমিও জনগণের পাশে আছি এবং থাকব।আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি নির্বাচিত হয়ে ওয়ার্ডে সকল রাস্তাঘাট নির্মাণ শেষ করবো এবং যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটাবো। ১ নং ওয়ার্ডকে একটি পরিপূর্ণ রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো। ইনশাআল্লাহ।
Leave a Reply