বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
মাসুদুর রহমান-
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার (তারা মাষ্টার) এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা, মুরাদ হাসান এমপি।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার (তারা মাষ্টার) বৃহস্পতিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টায় রাষ্টীয় মর্যাদায় বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply