মাসুদুর রহমান : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান বলেছেন, আশ্রয়ন প্রকল্প বিশ্বের দোরগোডায় এক নজিরবীহিন উদ্দ্যোগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের মধ্যে থেকে অর্থ কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দুখী সাধারন মানুষের জন্য বরাদ্ধ দিয়েছেন। সে টাকা দিয়ে আমরা ঘর করে দিচ্ছি। তিনি আরোও বলেন এ ঘর নির্মানে কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে প্রশ্রয় দেয়া হবে না।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি ঘর ও পৌর সভার তাডিয়াপাড়ায় তৃতীয় লীঙ্গের জন্য ৯টি ঘর পরির্দশন ও আশ্রয় প্রকল্পের ঘরে বসবাসকারীদের মাঝে ত্রান বিতরন ও বৃক্ষ রোপন ছাড়াও বিকেলে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে ত্রান বিতরন ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোভিড-১৯ এর বিনামুল্যে রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এ সব কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামান,সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা , সাধারন সম্পাদক ড.হারুন অর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply