রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
আসন্ন ঈদকে সামনে রেখে শুভ মুক্তি পেতে যাচ্ছে ইলিয়াস হোসেন ও ইয়াসমিন লাবণ্য এর কন্ঠে হৃদয় মাঝে গানের মিউজিক ভিডিও গানটির গীতিকার জিয়াউদ্দিন আলম গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রেজওয়ান শেখ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন নতুন জুটি নাজমুল হাসান ও পুষ্প মিউজিক ভিডিওটির শুটিং করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে মিউজিক ভিডিওটি পরিচালনা করেন খান রায়হান মিউজিক ভিডিওটি সিডি প্লাস ব্যানার থেকে প্রকাশিত হবে মিউজিক ভিডিওটি নিয়ে শিল্পী ইলিয়াস হোসেন বলেন আমার প্রত্যেকটি গান দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে আমি আশাকরি হৃদয় মাঝে গান টি দর্শক হৃদয় আবার নতুন করে সারা তুলবে এবং এ নিয়ে কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য বলেন গানটির কথাগুলো অসাধারণ এবং গানটি একটি রোমান্টিক গান আশা করি গানটি দর্শকমহলে জায়গা করে নিবে মিউজিক ভিডিওটি নিয়ে পরিচালক খান রায়হান বলেন আমি আশা করি এই গানটি দর্শকদের মনে সাড়া দেওয়ার মতো কারণ গানটির সুর দর্শক হৃদয়ে জায়গা করার মতো এবং তারা দু’জন এর কন্ঠে গানটি অনেক ভালো লাগার মত মিউজিক ভিডিওটি নিয়ে আমি কি আর বলব এটি একটি রোমান্টিক ধাঁচের মিউজিক ভিডিও এবং শুটিং করা হয় ঝর্ণা পাহাড় মনোরম কিছু দৃশ্যায়নে আশা করি মিউজিক ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে এবং আমি অশেষ ধন্যবাদ জানাই আমার পুরো টিমকে তারা অনেক সাহায্য করার কারণে আমরা এত ভাল একটি মিউজিক ভিডিও উপহার দিতে পেরেছি এবং সাথে ধন্যবাদ জানাই সিডি প্লাস প্লাস এর কর্ণধার কে তার সাহায্যে আমার এই কাজের ধারা
Leave a Reply