বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দীন, গলাচিপাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার ৪৫০ টাকা করে পেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯৩৩০ পরিবার। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ ভিজিএফের ১০ কেজি করে চালের পরিবর্তে প্রতিটি পরিবারকে নগদ অর্থ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যলয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯৩৩০ টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে নগদ অর্থ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. খালেক খান, সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার, সাবেক ইউপি সদস্য মো. দুলাল প্যাদা, সাংবাদিক নাসির উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply