বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগুনবোঝাই একটি পিকআপ ভ্যানে অন্য একটি গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক।
নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা।
গতকাল রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপকে ধাক্কা দোয়া গাড়িটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে।
ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply