বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
মোঃ রাশিদ নাইফ প্রিনন, স্টাফ রির্পোটারঃ
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর)’২১ খ্রিষ্টাব্দে সন্ধ্যা আনুমানিক ৬.০৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল-মামুন ও এ.এসআই সাইফুল-১ এর নেতৃত্বে একটি টিম নাকাইহাট ইউনিয়নের কুঞ্জ-নাকাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি ১নংঃ শাহজাহান আলী (৩৭), ও ২নংঃ সাদ্দাম হোসেন (৩৫), উভয় পিতাঃ আহমদ আলী, সাংঃ কুঞ্জ-নাকাই,থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধা।
আসামীদ্বয়ের বাড়ির পিছনে টিন দিয়ে ঘেরাও করা বাগানের মধ্যে অভিযান চালিয়ে চাষকৃত ৫ টি গাঁজা গাছ সহ আসামিদ্বয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এলাকাবাসী জানান যে, আসামীদ্বয় দীর্ঘদিন হতে গোপনে গাঁজা চাষ করে বিক্রয় করে আসছিলো।উদ্ধার কৃর্ত গাঁজা ওজন আনুমানিক ৮ কেজি।
যার মূল্য আনুঃ ৮০,০০০/- হাজার টাকা মাত্র।
গোবিন্দগঞ্জ থানার ইনচার্জ অফিসার একেএম মেহেদি হাসান জানান, “আসামীদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে”।
Leave a Reply