বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
এম আলমগীর।।
জামালপুরে ৪র্থ ও ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে ৪র্থ ও ৫ম ধাপে ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম,
ময়মনসিংহ বিভাগীয় আনসার ও ভিডিপি’র উপ-মহাপরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী,
জামালপুরের পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ,জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসির মামুন পিএসসি প্রমুখ।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, মাদারগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, বকশিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী,
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমানসহ সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও বকশিগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ও ৫ম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ হয়, সেই লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান।
Leave a Reply