রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সারা দেশের ন্যায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটানারি হাসপাতাল ঝিনাইগাতীর বাস্তবায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাদিয়া আফরীন,জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক বুলবুল, নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, খামারীদের পক্ষ থেকে কাউসার হোসেন ও আবু সামা কবীর প্রমুখ । প্রদর্শনীতে উন্নতজাতের গরু,ছাগল, ভেড়া, কবুতর,কোয়েল পাখি, হাঁস,মোরগ মুরগী এবং ঔষধের স্টল সহ ২৬টি স্টল স্থান পায় । বক্তারা খামার গড়ে তুলার লক্ষে প্রশিক্ষনের ব্যবস্থা সহ উন্নত জাতের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রেখে স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিরা ।
Leave a Reply