বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ নুরে আলম (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে ওই মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার পুলিশ। সে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজ পাড়া এলাকার সুলতান আলমের পুত্র।
পুলিশ জানান, উপজেলার কালিবাড়ি এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্চে বলে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) কলিম উদ্দিন, সহকারি উপপরিদর্শক (এএসআই) আজিজুর রহমান আজিজ মঙ্গলবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে নুরে আলমকে। এসময় তার দেহ তল্লাসী করলে ২শ পিস ইয়াবা পায় পুলিশ। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়েছে।আজ বুধবার (২৬ মে) গ্রেফতারকৃত ওই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply