বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন
মাসুদুর রহমান -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের নির্দেশে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ এবং অসহায়, দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার গণ ময়দান মাঠে প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী করা হয়। পরিবারগুলোর মধ্যে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল,এক কেজি আলু, ৫০০ গ্রাম খেজুরের প্যাকেট দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,ওসি(তদন্ত)রাশেদুল ইসলাম,কাউন্সীলর সাখাওয়াতুল আলম মুকুল,সাবেক কাউন্সীলর কালা চান পাল, আরডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,
উপজেলা যুবলীগের সভাপতি কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।
Leave a Reply