রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন
কই কখনো তো বলোনি,ছেড়ে যাবে আমাকে,
কখনো তো আমিও বুঝতে পারেনি এত ফারাক হয়ে গেছে বন্ধন টা!
তবে তোমার ভালবাসাটা কি সত্যই অভিনয়।
এত বড় আঘাত কেন দিলে আমাকে জবাব দিতে পারবা।
এত বড় আঘাত মানুষ হয়ে,
মানুষকে দিতে নেই!
কারোর জীবনের সাথে বাঁধা স্বপ্নকে এভাবে ভাঙতে নেই।
আজ আমার দুচোখের অশ্রুটা লাল রক্ত রঙ্গিত করেছো তুমি!
অামি তোমাক মাপ করলেও পৃথিবীর পরিহাস তোমাকে মাপ করবে না?
মাপ পাবে না অনাথ ছেলের মা ডাক থেকে।
মাপ পাবে না বিশ্বাস ধারী ছেলের, বিশ্বাস ভাঙনের অভিশাপ থেকে।
অামি বলছি না,ওরা বলছে তুমি পাপি?
পৃথিবী বলছে, তুমি পাপি?
বিশ্বসংসার বলছে তুমি পাপি?
অামার সততার ভালবাসা বলছে তুমি পাপি?
একটা ভালবাসার সোনার সংসার ধবংসকারি,
সে তো সত্যই পাপি?
অামি বলছি না,ওরা বলছে তুমি পাপি?
হ্যাঁ তুমি পাপি,পাপি,পাপি এবং পাপি!
অাজ আমি চিৎকার করে ঔ বিধাতার কাছে বলছি তুমি পাপি।
অামি আর্শীরবাদ করছি,এই পাপ তোমাকে অন্যর হৃদয় ক্ষত- বিক্ষত করার মর্ম শেখাবে।
হ্যাঁ আমি আর্শীরবাদ করছি,মালিক যেন তোমার স্বপ্ন পূরণ করে।
তবে অামি তোমাকে চূড়ান্ত রায় প্রদান করছি!
তুমি পাপি,পাপি এবং পাপি।
কবিতাটি লিখেছেন-
জয়ের ধ্বনি টিমের সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ উওর মহানগরের সদস্য এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রী সুজন বিশ্বাস।
Leave a Reply