রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে বুধবার (১লা সেপ্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম, নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক আহমেদ প্রমুখ। পরে উপজেলা বিভিন্ন এলাকায় মৎস চাষীদের মাঝে বিনামূল্যে পোনা মাছ বিতরণ করা হয়।
Leave a Reply