মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন
সোহাগ হোসেন
জামালপুরের মাদারগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান গ্রীণ স্বদেশ এগ্রো লিঃ এর পরিচালক তরুণ সফল উদ্যোক্তা রহমত ইসলাম আর নেই। গত রাত ২টার সময় তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। তিনি কয়েকদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভোগতেছিলেন। গত ২২ আগষ্ট অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকার গিয়াস উদ্দিন শেখ এর দ্বিতীয় ছেলে। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারতাপাড়া মাহমুদা বেলাল বিএম কারিগরি কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু।
Leave a Reply