রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
প্রতিবছরের ন্যায় এবারও নওগাঁ নিয়ামতপুর উপজেলার মাসনা ফুটবল মাঠে শনিবার বিকাল ৪টায় ওরাওঁদের ঐতিহাসিক ঝান্ডি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঝান্ডি উৎসবে অজিত তির্কির সভাপতিত্বে ও সহিলাল টপ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিব গ্যান্দা। ঝান্ডি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান টি উদ্বোধন করেন নিয়ামতপুর আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বিশদ মনি টপ্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব স্বপন কুমার, ৬ নং পাড়ইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জনাব রেজাউল হক, মহিলা ওয়ার্ড সদস্য জনাবা মোসলেমা বেগম, গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রনজিত মিনজি প্রমুখ। ঝান্ডি উৎসবে আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিশদ মনি টপ্য বলেন, আমাদের এই ঝান্ডি উৎসব যেন বিলীন না হয়ে যায় এজন্য আমাদের লক্ষ্য রেখে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে হবে।
Leave a Reply