বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নওগাঁর নিয়ামতপুরে ছিনতাই হওয়া ৩ লক্ষ ৭০ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছেন নিয়ামতপুর থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিক বাবু ওরফে ফিটিং বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । আটক ফিটিং বাবু উপজেলা সদরের চৌধুরীপাড়া গ্রামের মিজানের ছেলে।
নিয়ামতপুর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ২৬ ডিসেম্বর উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের নুরুল মন্ডলের ছেলে জালাল উদ্দীন রিপন (৪৫) রড সিমেন্টের দোকান বন্ধ করে সন্ধ্যার পর ৩ লক্ষ ৭০ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার প্রস্তুতির সময় ফিটিং বাবু টাকার ব্যাগ নিয়ে মাঠের দিকে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে নিয়ামতপুর থানায় মঙ্গলবার সন্ধায় প্রেস রিলিজে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ফিটিং বাবুকে গত ২৭ ডিসেম্বর দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে নগদ ১ লক্ষ ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে ফিটিং বাবুর তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে আরও ৯০ হাজার টাকা দোকানের হিসাবের খাতা এবং ছিনতাইকৃত টাকা দিয়ে কেনা ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানা তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ফিটিং বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply