মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো বেলা দুটো থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল এন্ড anti-corruptionDay, বিশ্ব মানবাধিকার দিবস2021, অনুষ্ঠান শুরুর আগে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন এবং মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে এবং তাদের হাতে একটি করে ট্রফি হাতে তুলে সম্মান জানালেন ,সংগঠনের অফিসারেরা ও সদস্যগনেরা, মাননীয়া রিনা বিশ্বাস জানান সংগঠনের ফাউন্ডার ডক্টর সানি সা তত্ত্বাবধানে এবং সংগঠনের সদস্যরা পাশে না থাকলে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হতে পারতো না, তিনি আরো জানান মানুষের অধিকার নিয়ে কাজ করেন ,সারা দেশে যেভাবে মেয়েদের ও শিশুদের উপর অত্যাচার বেড়ে চলেছে, এই অত্যাচার বন্ধ করার জন্য সমাজের প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে , যে ভাবে নারী পাচার দিনে দিনে বেড়ে চলেছে এটাও বন্ধ করা দরকার, তাই সকল প্রশাসন ও সংগঠনকে একত্রিত ভাবে এগিয়ে আসতে হবে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা বেলুড় মঠের বেদাতিতা নন্দ মহারাজ, এছাড়া উপস্থিত ছিলেন হাইকোর্ট ও ইন্টারন্যাশনাল এর জুরি ডিকশনের আইনজীবী শ্রী পার্থপ্রতিম কাঞ্জিলাল, ব্যারাকপুর কোর্টের আইনজীবী শ্রী তপন সাহা , বিজ্ঞান চেতনা ভবন সাইন্স অফ টেকনোলজি বিভাগের জয়েন্ট সেক্রেটারী রজত রায়চৌধুরী, হিউম্যান রাইটসের ন্যাশনাল বোর্ডের ভাইস সেক্রেটারী রিনা বিশ্বাস, পশ্চিমবঙ্গ বোর্ডের সেক্রেটারী মঞ্জু জয়সোয়াল, অ্যান্টি ক্রাইম অফিসার সুমন দত্ত, পাবলিক অফিসার গনেশ দাস, দেব রঞ্জন বোস ,বন্দনা সিং ,সুনিতা মিত্র এবং অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তারা নিউজ চ্যানেলের আ্যংকার শ্রীমতি বৈশালী বসু রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply