মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে প্রগতি লেখক সংঘ জেলা শাখার উদ্যোগে কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে কবি আড্ডা অনুষ্ঠিত হয়।
প্রগতি লেখক সংঘের পটুয়াখালী জেলা শাখার সভাপতি কবি রাধেশ্যাম দেবনাথের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক কবি গাজী হানিফের পরিচালনায় কবি আড্ডায় উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমেদ, কবি মুস্তাফিজুর রহমান মিলন,কবি সুভাষ চন্দ,কবি লক্ষী নারায়ণ পাল,কবি কাইয়ুম আহমদ জুয়েল, কবি লুতফুল বারী পান্না,কবি আনিসুর রহমান, কবি রাশিদুল রাশেদ,কবি -আবৃত্তি শিল্পী আমিনুল ইসলাম টিটোএবং রনজীত কুমার দেবনাথ।
কবি আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করা হয় এবংস্বাধীনতার ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে আগামী ১৪,১৫,১৬,ডিসেম্বর তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply