বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
পিরোজপুরে ইয়াবাসহ নাদিম মাহমুদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক নাদিম মাহমুদ শহরের উত্তর মাছিমপুর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ২শত পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি মো.জাকারিয়া।
জানা যায়, রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে নাদিম মাহমুদকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার দেহ তল্লাসি করে ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আটক নাদিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া এ চক্রের সাথে জড়িতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
Leave a Reply