রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৮ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক –
ঈদ-উল -ফিতরকে সামনে রেখে প্রকাশ হলো আতিফ আহমেদ নিলয়ের কন্ঠে “করলি ছলনা” গানের মিউজিক ভিডিও। গত ২৯ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেল ৪ টায় “সিডি প্লাস মিউজিক” ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। শফিক মাহমুদের সুরে সঙ্গীতায়োজন করেছে কাউসার খান। গানটির গীতিকার মামুন আফরান রুমি। এদিকে গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন রুমি ও আফরা শাহরিয়া।
গানটি নিয়ে কন্ঠ শিল্পী আতিফ আহমেদ নিলয় বলেন. গানটি একটি বিরহের গান. গানটির কথাগুলি হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো। আশা করি গানটি ঈদে ভিন্ন একটি মাত্রা দর্শকদের কাছে আসবে। তাই সবাই সিডি প্লাস মিউজিকের সাথে থাকবেন। এবং মিউজিক ভিডিও টি সবাই দেখবেন। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।
Leave a Reply