বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২০ অপরাহ্ন
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির ৯ বছর আগে আজকের দিনটিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ২০১২ সালের ১২ ডিসেম্বর- বিরল দিনটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
আর বিবাহবার্ষিকীর এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগলবন্দী পোস্ট দিয়েছেন সাকিব-শিশির উভয়ে। নিজের ফেসবুক পেজে এক ছবি পোস্ট করে বিশ্বসেরা অলরাউন্ডার লেখেন, ‘৯ বছর আমার একমাত্র সঙ্গীর সঙ্গে ও চিরতরে। বছর চলে যায় এবং প্রতিদিন তোমার সঙ্গে স্বপ্ন দেখি! শুভ বিবাহবার্ষিকী।’
বিবাহবার্ষিকী উপলক্ষে শিশিরও সাকিবের সঙ্গে এক হাস্যোজ্জ্বল ছবি পোস্ট দিয়ে দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।
সংসারে এসেছে তিন সন্তান। ২০১৫ সালে জন্ম হয় বড় মেয়ে অ্যালাইনা হাসান অব্রির। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়ে আসে তাদের কোলজুড়ে। সাকিবের দ্বিতীয় মেয়ের নাম ইররাম হাসান। তৃতীয় সন্তান ছেলে আইযাহ আল হাসানের জন্ম হয়েছে গত মার্চে।
Leave a Reply