বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও একজন মারাত্মক আহত হয়েছেন। বুধবার উপজেলার মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২২) ও বাবর আলীর ছেলে সাগর হোসেন (১৮)। আহতের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল যোগে তিনবন্ধু বেপরোয়া গতিতে মহেশপুর উপজেলার মদনপুরের দিকে আসছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে সাজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
Leave a Reply