সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
বগুড়ার সোনাতলায় সরকারিভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে সরকারিভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, জেলা পরিষদের সদস্য আবু মোহাম্মাদ জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মশিউর রহমান রানা, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালী খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা জাহিদুল বারী টুঙ্গিসহ বিভিন্ন চাউল কল মালিক। এবার সরকারিভাবে এ উপজেলায় ২৭ টাকা কেজি দরে ৫শ ১ মেট্রিক টন ধান ও ৪০ টাকা দরে ৬শ ২১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যগুদাম কর্মকর্তা। আতপ চাল কেনা হবে ৩৯ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল কেনা হবে ৪০ টাকা কেজি দরে। আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
Leave a Reply