বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫২ অপরাহ্ন
মোঃনাসিরউদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপায় দ্বিতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের (১১ নভেম্বর) ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মো. নাজির রহমান মঞ্জুর সমর্থন না করায় গলাচিপা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের দুধা পল্লানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে বিজয়ী ইউপি সদস্য মঞ্জু ও তার সমর্থকরা। এসময় দুদাকে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল হাসপাতালে দুদার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১২ নভেম্বর দুদা পল্লানের স্ত্রী মোসা. রেহেনা বেগম বাদি হয়ে গলাচিপা থানায় নবনির্বাচিত ইউপি সদস্য নাজিউর রহমান মঞ্জু, মো. নেছার, বশির হাওলাদার, মো. ঘাসান ও মো. জসিম হাওলাদার, মিরাজ মাতব্বর, আজিজ, মো. এমাদুল হাওলাদার, রেজ্জাক মৃধাসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত শুক্রবার প্রধান আসামী নবনির্বাচিত ইউপি সদস্য নাজিউর রহমান মঞ্জু, মো. নেছার ও জাকির হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। পিটিয়ে কুপিয়ে এ প্রসঙ্গে গলচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সাথে জড়িত প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
Leave a Reply