মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
এক যুগ পরে এসে বুঝলাম
তুমি আমাকে ভালবাসো,
দেখা না দেখার মাঝে কিভাবে
বেঁচে ছিলো ভালবাসা?
তবুও তুমি বলোনি,
তুমি আমাকে ভালবাসো।
কিন্তু আমি তোমাকে ভালবাসি
সেটা কিন্তু তুমি জানতে,
যাই হোক আমিও তোমাকে কখনো,
বলবো না ভালবাসি।
কারণ তোমার সুখের সংসারের
কাঁটা হতে আমি চায়না,
বেঁচে থাকনা দুই জনের
অপ্রকাশিত ভালবাসা।
তবুও তুমি ভালো থেকো প্রিয়
এই উনত্রিশ পেরিয়ে
ত্রিশে পা দিয়েছি,
আর হয়তো
বেশি দিন বাকী নেই!
ধুকে ধুকে খাওয়া অাগুন টা না হোক
একটু বেশিই জ্বলে উঠুক,
তবুও তুমি ভালো থেকো!
অনাথের অকাল কুন্ডুলিতে
একটু ঘি দিয়ো অবশেষে,,,
তোমার দেওয়া যাতনার আগুন,
তোমার হাতেই জ্বলে উঠুক!
পুড়ে ছাই হোক ভালবাসা নামক কলঙ্কের দাগ।
স্ততি ফিরে আসুক
তোমার ভালবাসার বিশ্ব সংসারে!
আর চিরনিদ্রায় বিমোহিত হোক
এই পাপীর আত্মা,,
তবুও তুমি,তোমরা,তোরা ভাল থাকো
আমি,আমরা মরেছি মরবো,
তবুও তোমরা ভাল থেকো!
এই কট্রাক কলম শুধু পাপীষ্ট
প্রেমিকাদের ছোলনার প্রকাশের জন্য,
যুগে যুগে চলেছে চলবে
তবুও তোমরা ভাল থেকো,
পাপীষ্ট ছোলনাকারি বিশ্বাসঘাতকের দল!
কবিতাটি লিখেছেন-
জয়ের ধ্বনি টিমের সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ উওর মহানগরের সদস্য এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রী সুজন বিশ্বাস।
Leave a Reply