মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন
মাসুদুর রহমান –
জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বোরহান উদ্দিন বাদলকে নির্বাচিত করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ জনসভায় পরিনিত হয়।অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াত করেন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ মাষ্টারের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন তালুকদার খসরু প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকাশের সঞ্চালনায় ৬ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান,চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন বাদল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরু, পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গণি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান দুলাল, ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ ইসলাম সোনা, মেষ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর ইসলাম,ভাটারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply