রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২২ অপরাহ্ন
সোহাগ হোসেন
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি-
গত ২৫ এপ্রিল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট চালু করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধির কোন বালাই লক্ষ করা যাচ্ছে না। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও অধিকাংশ দোকানীরা সেই নিয়ম অমান্য করে তার অধিক সময় দোকান খোলা রাখছে। ২৬ এপ্রিল সরজমিনে শপিংমলগুলোতে দেখা গেছে,দোকানী ও ক্রেতারা অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। ৩ ফুট দুরত্ব থাকার কথা থাকলেও সেটিও মানছে কেউ। গাদাগাদি করে বেচাবিক্রি করছেন। এতে ঝুঁকির মধ্যে পড়ছে ক্রেতা-বিক্রেতারা। সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাস রোধে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষা করার প্রধান কার্যকর উপায়।অন্যদিকে প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে। স্বাস্থ্যবিধি জোরদারে মনিটরিং বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুর বলেন,দোকান কর্তৃপক্ষদের কে স্বাস্থ্যবিধি মানার নির্শেশনা দেওয়া আছে। যদি তারা অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply