রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১১ অপরাহ্ন
এম হামিদুর রহমান লিমন,রংপুর ব্যুরো প্রধানঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ (১ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে নাছিউর রহমান সুজন নামক এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায় যা জব্দ করা হয়।
এসময় দোষী ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
Leave a Reply