বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফুলহাতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রিপন তালুকদার।
মো. রিপন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী তালুকদার মোস্তাফিজুর রহমানের মোটর সাইকেল প্রতীকের সমর্থকেরা মিছিলসহকারে যাওয়ার সময় নৌকা প্রতীকের অফিসে হামলা করে।’
অপরদিকে বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অফিসে হামলার ঘটনাটি সম্পূর্ণ সাজানো।’
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, অফিস ভাংচুরের খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Leave a Reply