মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ও ভোলাকোট ইউনিয়নে চলতি মাসে ১৫ টি গরুসহ তিন মাসে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। এতে খামারিরা ও গরু পালনকারী দারিদ্র কৃষকরা আতংকিত হয়ে পড়ে এবং অনেকে গরু পালন ছেড়ে দিয়েছে।
এলাকা ঘুরে জানা যায়, চলতি মাসের বিভিন্ন তারিখে ভাদুর ইউনিয়নের সিরুন্দী হাসমত উল্লাহ পাটোয়ারী বাড়ি নুরনবীর খামার থেকে ১টি, রাজারামপুর আহম্মদ উল্লাহ মাষ্টার বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে মাহফুজের বাচুরসহ ২টি, উত্তর সমেষপুর নতুন বাড়ির কামাল হোসেনের ১টি ও হানুবাইশ ডারি বাড়ির মামুনের ১টি, অলি বাড়ির শহিদ উল্যাহ ১টি, হাজী বাড়ির রফিক উল্যাহ ১টি, ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া পূর্ব ফকির বাড়ির আমির হোসেনের ২টি, মধ্যপাড়া গ্রামের শাহ আলমের ১টি, আমিরপুর গ্রামের আমির বাড়ির মিজানের ৩টি, টিওরী মোল্লা বাড়ির মাসুদ মিয়ার ২টি গরু চুরি হয়। এ ছাড়াও গত অক্টোম্বর ও নভেম্বর মাসে ভোলাকোট ইউনিয়নের দেহলা দিঘীর পাড় বাড়ির স্বপন মিয়া ১টি, দেহলা পালের বাড়ির আবুল কাশেম ৩টি, আথাকরা ঘোয়াল বাড়ির আবু মিয়ার ১টি, দেবনগর পালের বাড়ির আজিজ মিয়ার ৩টি, শাকতলা মিজি বাড়ির সাহেদ আলীর ২টি। ভাদুর ইউনিয়নের হানুবাইশ মিজি বাড়ির নুরুল ইসলাম মিয়ার ১টি, পূর্ব ভাদুর নতুন বাড়ির নজির আহম্মদ ভূইয়ার ১টি, রাজারামপুর পাটোয়ারী বাড়ির আলী আহম্মদ ও দুলাল মিয়ার ৩টি, পশ্চিম ভাদুর তাজুল ইসলাম বোবার ১টি, পশ্চিম ভাদুর আঃসাত্তার মিয়ার ৩টি, সিরুন্দী জবেদ উল্লাহ চেরাং বাড়ির ছিদ্দিক মিয়ার ১টি, চিলকা চাঁদপুর গ্রামের জমদার বাড়ির শহিদ উল্লাহ ১টি গরু চুরি হয়েছে৷ এ ভাবে পৈতপুর, কেথুড়ী, নাগমুদ, উদয়পুর,লক্ষিধরপাড়া, দুধরাজপুরগ্রামের অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটে।
গরু খামারী আবু জাফর মানিক, বাচ্ছু মিয়া, কৃষক আঃ মান্নান, বাবুল মিয়াসহ অনেকে বলেন, দিন দিন যে ভাবে গরু চুরি বৃদ্ধি পাচ্ছে। তাতে আমরা লক্ষ লক্ষ টাকার গরু নিয়ে ভয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। অনেকে গরু পালন ছেড়ে দিয়েছে। থানা পুলিশের এ ব্যাপারে কোন পদক্ষেপ নাই। আমরা গরু চুরি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যথাযত ব্যবস্থা গ্রহনের জোর দাবী করছি৷
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক জানান, গরু চুরির ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply