এ সময় মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের লেজেগুবরে দশা। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। একবার বলে লকডাউন দিতে হবে। আবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে? তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। তারা তাদের নীতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দিচ্ছেন না। তারা একের পর এক আন্দোলনের ডাক দিয়ে অবশেষে তারা ভর করেছে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির উপর।
Leave a Reply