বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
শামসুল হক মামুন-শতাদিক বয়সী বৃদ্ধার অভিযোগ ছেলের জালায় অতিষ্ঠ। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুল কান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ শুক্কুর ভান্ডারী নামে এক বৃদ্ধা তার নিজ বাড়িতে থাকতে দিচ্ছে না তার নিজ সন্তান মোঃ দ্বীন ইসলাম মিয়া(৫০) গালাগালি করে এবং বাড়িতে থাকতে পারবে না বলেন। বরণ পোষন করেন না। কথাকাটি মধ্যে সন্তান দ্বীন ইসলাম মিয়া গার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। গুন্ডা দিয়ে মেরে ফেলার হুমকি দেয় এসব বিষয়ে অভিযোগ করেন সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখায়, ভৈরব উপজেলা প্রসাশন বরাবর অভিযোগ করেন,ভৈরব থানা একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের পেক্ষিতে সরজমিনে বিষয়টি জানতে বৃদ্ধার বাড়িতে গেলে সন্তান মোঃ দ্বীন ইসলাম মিয়ার কে বাড়িতে পাওয়া যায়নি তার স্তীর সাথে কথা বলে জানাযায় আমার শুশুর পাগল মানুষ এসব কথা মিথ্যা তবে আমাদের সাথে প্রচুর রাগারাগি করেন আমরা তাকে কোন খারাপ আচরন করি নাই। সন্তান মোঃদ্বীন ইসলাম ফোন করে জানিয়েছে আমার বাবা বৃদ্ধ মানুষ তাই না বুঝে এই অভিযোগ করেছেন। এবলে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন বিষয়টি বাদ দেন আপনারা। প্রতিউত্তরে অন্যান বিষয় জানতে চাইলে রেগে বলেন আপনারা যা পারেন করেন। অভিযোগের পুরো বিষয় অস্বীকার করলে তার রেগে কথা বলায় কিছুটা বোঝা যায় যে বাবা সাথে খারাপ আচরণ করে থাকে। এলাকায় অন্যান মানুষের সাথে কথা বলে জানাযায় প্রায়ই দ্বীন ইসলাম তার বাবার সাথে খারাপ আচরন করে থাকেন।
Leave a Reply