রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
মাসুদুর রহমান-নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রোজিনা। গানের শিরোনাম ‘রাত জেগে থাকি’। এটি লিখেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ হোসেন বাবু।
ভিডিওতে অংশ নিয়েছেন মডেল নিলা। গানটি এরই মধ্যে ‘বেঙ্গল চ্যানেল ২৪’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে রোজিনা বলেন, ‘আবহমান গ্রাম বাংলার সহজ সরল এক মেয়ের প্রেম ও বিরহকে কেন্দ্র করে রচিত হয়েছে এ গান। কথাগুলো বেশ ভালো লেগেছে। পাশাপাশি সুর এবং সংগীতায়োজনও দারুণ হয়েছে।
প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি সময় যত গড়াবে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’ সম্প্রতি আরও কিছু নতুন গানের কাজ করছেন বলে জানিয়েছেন রোজিনা। ১ ডিসেম্বর পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বিপিএমের লেখা ‘মনপাখি’ শিরোনামে একটি লোকজ গান তার কণ্ঠে প্রকাশিত হবে। প্রসঙ্গত, গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত এ সংগীতশিল্পী।
Leave a Reply