রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
আলোচিত সকাল ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর, নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বসতঘরে ভাংচুর ও মারপিট করে ক্ষান্ত হয়নি, থানায় অভিযোগ দিতে আসতে দিচ্ছে না প্রতিপক্ষরা।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুরুজ্জামানের বাড়িতে। ঘটনার ৩ অতিবাহিত হলেও থানায় কোনো অভিযোগ দিতে পারেনি সুরুজ্জামানের পরিবার।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সুরুজ্জামান তার খালা মরহুম ময়েন উদ্দিনের মেয়ে আছিয়া খাতুনের থেকে ২০১১ সালের ২১ এপ্রিল ৩৫৬৯ দাগে ১৩ শতাংশের কাতে ৬ শতাংশ জমি সাফ কবলা নেন। তারপর থেকেই জমিটি আত্মসাৎ করার জন্য একই গ্রামের শামছুল হক এর ছেলে প্রবাসী শামীম বিভিন্ন পায়তারা শুরু করেন। সোমবার (২৩ আগস্ট) শামীম সৌদি থেকে বাড়ীতে আসেন। বাড়ীতে এসেই কিছু সন্ত্রাসী ভাড়া ও তার পরিবার নিয়ে ২৮ আগস্ট শনিবার দুপুরে প্রকাশ্যে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর ও বাড়ীতে থাকা কয়েকজন মহিলাদের মারধর করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মাতাব্বর জানান,শামীম দীর্ঘদিন পর বাড়ীতে এসেছে৷ সুরুজ্জামানের জায়গা রাস্তার পার্শে হওয়ায়, সেই জায়গায় শামীম দখল করে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চায়। রাস্তার পার্শে জায়গাটি শামীম যেভাবেই হোক দখল করবেই। কারণ তার প্রচুর টাকা হয়েছে,তাই এলাকা এবং অন্য এলাকা লোকজন ভাড়া করে এ জমি দখল করবে বলে শুনতেছি। সুরুজ গরীব মানুষ। তার পক্ষে তো আর এতো টাকা খরচ করা সম্ভব না। সুরুজ কখন কোথায় যাচ্ছে সব কিছুই ওরা নজরে রেখেছে।
সুরুজ্জামানের স্ত্রী নাজমা জানান,বাড়ীতে আমার স্বামী সুরুজ্জামান না থাকায় হঠাৎ করে এসেই আমাদের বাড়ী ভাংচুর করে।আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। তবে যেতে যেতে এ হুমকি দিয়ে যায় যে, পরিবারের কাউকে রাস্তায় পেলে খুন করা হবে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয় হামলাকারীরা।
বাড়ী ভাংচুরের ঘটনা সত্যতা স্বীকার করে শামীম জানান, তারা ঘর তুলেছিলেন আমরা ভেংগে দিয়েছি।
Leave a Reply