বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
মাসুদুর রহমান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামী স্বপনের হামলায় গুরুত্বর আহত হয়েছে স্ত্রী। ঘটনাটি রবিবার রাত ৯ টায় বাঘমারা মোড়ে জাহেরের দোকানের প্বার্শে ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক এবং হাসপাতাল সুত্রে জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের জিন্নাহর ছেলে স্বপনের সাথে প্রায় ১০ বছর পুর্বে বাঘমারা(মুঠিয়ারপাড়) গ্রামের কাদের@নটোর মেয়ে কাজুলীর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিস্ট্রি মুলে বিবাহ হয় । বিবাহের পর থেকেই স্বপনের পরিবার কাজুলীর ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাদের পরিবারে সাদিয়া (৬) নামে কন্যা সন্তান রয়েছে। নানা কষ্ট সহ্য করতে না পেরে ১ বছর পুর্বে কাজুলী তার স্বামী স্বপনকে তালাক প্রদান করে। রোববার রাত ৯ টায় বাঘমারা মোড়ে জাহেরের দোকানের প্বার্শে কাজুলী (২৫)র ওপর স্বপন(৩০) হামলা করে ও দেশীয় অস্ত্র খুড় দিয়ে ডান হাতের কবজির ওপরে আঘাত করে। কাকুলীর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। হাড় ভেঙ্গে ও রগ কেটে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন ।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাজুলির পরিবার।
কথা হলে সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেদুর রহমান জানান , রাত ৯:৩০ মিনিটে কাজুলি (২৫) নামে জরুরী বিভাগে রোগী আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে। রোগীর অবস্থা অবনতি হওয়ায় পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হকের সাথে রাত ১১ঃ২ ০ মিনিটে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
Leave a Reply