জামালপুরের সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ সভাপতিত্বে ভার্চুয়াল জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প খামারবাড়ী ঢাকা’র প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রতন মিয়া ও উম্মে তামীমার পরিচালনায় জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদ্প্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, ময়মনসিংহের সিনিয়র মনিটরিং অফিসার নাজমুল হাসান,উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মোস্তফা কামাল,জামালপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবীদ সাইফুল আজম খান,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। কর্মশালায় কৃষক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply