বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০১ অপরাহ্ন
মাসুদুর রহমান –
জামালপুরের সরিষাবাড়ীতে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫ঃ৩০ মিনিটে বাউশী ময়দার মিলের সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সরিষাবাড়ী উপজেলার ডিক্রিপাছ বাড়ী পুর্ব পাড়া এলাকার শহিদের ছেলে কবির মিয়া (১৮) ও টাংগাইল জেলার মধুপুর উপজেলার টেংরি এলাকার সাত্তারের ছেলে মোঃ সেলিম (২০) । তাঁরা মোটরসাইকেলে করে দিগপাইত যাচ্ছিলেন বলে জানিয়েছেন নিহতের পরিবার ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরিষাবাড়ী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আল্লাহর দান যাত্রীবাহী বাস( ঢাকা মেট্রো ব- ১৫-৩৩২৪) মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির দুই আরোহী কবির ও সেলিম নিহত হন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা নিহতের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে ও বাস এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পরে বেপরোয়া ও দ্রুত গতিতে বাস চালাইয়া প্রাণ হানির অপরাধে মোটর যান আইন ২০১৮ সংশোধনী আইন ১০৫ ধারায় ডিক্রিপাছবাড়ী পুর্ব পাড়া মরহুম হায়দরের ছেলে শহিদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলা নং -৩৩ তারিখ – ২৫-৬-২০২১ ইং।
কথা হলে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মজিদ জানান, নিহতের বাবা শহীদ বাদী হয়ে অজ্ঞাত চালকের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছে । নিহতের বাবা বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করিলে মানবিক কারণে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়।
Leave a Reply