মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১০:৫০ অপরাহ্ন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে বাঁশবাড়ি এলাকায় মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করেন।
শিক্ষার্থী ও বাঁশবাড়ি গ্রামবাসী সূত্রে জানা গেছে,উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি সেতু এলাকায় দুপুর ২টায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সন্মান-শ্রেনীর শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের সেতু চত্তরে ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করেন।এ সময় আইনজীবী বেলাল হোসেন খান,ব্যবসায়ী হাবিবুর রহমান ও রেজাউল করিম উপস্থিত ছিলেন।
মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের বলেন,মাদকের হাত থেকে শিক্ষার্থী ও যুব সমাজকে সরিয়ে আনতে ও আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply