মাসুদুর রহমান- দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শোভা যাত্রা শুরু হয়ে আরামনগর বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনের নেতৃত্বে জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক , শ্রমিক নেতা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম,সরিষাবাড়ী পৌর কাউন্সীলর সাখাওয়াতুল আলম মুকুল,সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপন, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মানিক,কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছামিউল হক খান সহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
Leave a Reply