মাসুদুর রহমান –
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি খোকনকে গ্রেফতার করেছে। রোববার রাতে বাউশী বাঙ্গালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ১৪ নভেম্বর সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। খোকন সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী বাঙ্গালী পাড়ার আব্দুল মোতালেবের ছেলে।
জানা যায়, সিলেট কোতোয়ালি সিআর মামলা নং ১৮৯২/১৯ ধারা যৌতুুক আইনের ৩ ধারায় খোকনের নামে দুই বছরের কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা করে ওয়ারেন্ট পাঠায় সরিষাবাড়ী থানায়। পরবর্তীতে জামালপুর জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন এর নির্দেশে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর এর পরমর্শ ও সহযোগিতায় থানার এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য খলিল, বিল্লাল, ছানোয়ার সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করে।
এ বিষয়ে এএসআই শাহাদাৎ বলেন,ইতিপূর্বেও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছি ।
আমি যেন সাজাপ্রাপ্ত আসামী এবং মাদক কারবারীদের গ্রেফতার করতে সক্ষম হই তার জন্য সবাই দোয়া চাই।
সকল পুলিশ সদস্যকে নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ইভটিজিং, যৌতুক, বাল্যবিয়ে, খুন, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সামাজিক অপরাধ গুলো থানা পুলিশ কঠোর ভাবে দমন করে থাকে। মাদক কারবারি এবং জঙ্গীদের অপতৎরতাসহ নানামুখী অপরাধের দিকেও সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ নজর রেখেছে।