মাসুদুর রহমান- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এর নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সাধারণ নাগরিকদের করোনা ভাইরাসের বিস্তাররোধে করণীয় সম্পর্কে জনসচেতন ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে সরিষাবাড়ী থানা পুলিশ।গতকাল মঙ্গলবার সকালের দিকে সরিষাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মীর রকিবুল হকের দিক নির্দেশনায় এস আই বশিরুল আলম এর নেতৃত্বে আরামনগর বাজার সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে হেন্ড মাইকে জনগণকে সতর্ক থাকা এবং অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়া ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে অপ্রয়োজনে ও মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ সময় থানার এ এস আই হুমায়ুন, পুলিশ সদস্য মোজাম্মেল,পুলিশ সদস্য পারভেজ উপস্থিত ছিলেন।
Leave a Reply