বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মানিক। এলাকার জনগণ ও বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জনদুর্ভোগ এর সংবাদ পেয়ে গতকাল শনিবার বিকেলে হাবিবুর রহমান মানিক নিজ অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দেন।বাঁশের সাঁকো নির্মাণ হওয়ায় গ্রামের ৫ শতাধিক জনগণ ও ছাত্র-ছাত্রীদের চলাচলের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।এ সময় জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ সভাপতি ফরিদুল ইসলাম মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকাত সিকদার,বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাহ ফকির,যুবলীগ নেতা রুবেল,যুবলীগনেতা মুসা,ফজলু উপস্থিত ছিলেন। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপির সাথে কথা বলে পরবর্তীতে রাস্তায় মাটি কাটার ব্যবস্থা করে দেওয়া হবে বলে এলাকাবাসীদের আশ্বাস দেন নৌকা মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান মানিক।
উল্লেখ্য থাকে যে, ইতিপূর্বে বন্যার সময় কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ অর্থায়নে সাকো নির্মাণ করে দিয়ে জনগনের চলার ব্যবস্থা করে দিয়েছিলেন।
কথা হলে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মানিক বলেন, আমি ও আমার পরিবার সব সময় জনগনের পাশে ছিলাম,আছি এবং থাকব।গত ১৪ তারিখে কান্দার পাড়া গ্রামে গিয়ে সকলের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ কালে সকলেই সাকো নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছিল। তাই নিজ থেকে আজ বাস্তবায়ন করলাম।
Leave a Reply