বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন
এম আলমগীর -“বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাই নাই” ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যের আলোকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
সোমবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য বিজন কুমার চন্দ, সারোয়ার হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, অধ্যাপক জাকির হোসেন রুকু, শাহরিয়ার উজ্জল, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, যুগ্মসাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পারুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শোভা যাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিযাচ্ছে। তার দ্বারাবাহিকতা বজায় রাখতে সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশে ধর্মের নামে সাম্প্রদায়িক কোন শক্তি যদি কোন ধর্মের মানুষের প্রতি আঘাত হানার অপচেষ্টা চালায়, তাহলে সেই সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিক ভাবে বিতারিত করার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। জামালপুরে সকল ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের যথাযথ ভুমিকা রাখার আহবান জানান বক্তারা।
Leave a Reply