রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন
শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
Leave a Reply