সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
মাসুদুর রহমান –
৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাতপোয়া ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার তাদের মনোনয়ন জমা দিয়েছেন।তারা হলেন -বর্তমান চেয়ারম্যান আবু তাহের,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা,ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক উম্মত আলী,সদস্য বাভলু চেয়ারম্যান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম,বিএনপি নেতা আব্দুল হাই তালুকদার,লাল মিয়া।
জানা গেছে,চেয়ারম্যান আবু তাহের ১ম বারের মতো নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত অফিস পরিচালনা, ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি বরাদ্দে ঘর, ১৮-১৯ অর্থ বছরে তার পরিবারের সদস্য তাহমিনা আক্তার সহ কয়েকজনের নাম ব্যবহার করে উত্তোলন করেছে সরকারী টিন ।পাচ বছরের এলজিএসপি প্রকল্পের সকল কাজ চেয়ারম্যান আবু তাহের নিজেই ভুয়া ভাউচারে বাস্তবায়ন করেছেন। কাজ শতভাগ দেখানো হলেও বাস্তবতায় জনদুর্ভোগ কাটেনি। ফলে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প কাগজ কলমে বাস্তবায়ন দেখানো হলেও কার্যত সুফল পায়নি সাধারণ জনগণ।২০১৬-১৭,১৭-১৮,১৮-১৯,১৯-২০,২০-
ইউনিয়ন যুবলীগের নাম প্রকাশ না করার শর্তে যুবলীগ নেতা বলেন,এতো দুর্ণীতি করার পরও আওয়ামীলীগ থেকে কীভাবে দলীয় মনোনয়ন পান, সেটা বোধগম্য নয়। এতে ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।তবে ২৬ ডিসেম্বর ভোটের মাধ্যমে ভোটাররা জবাব দেবেন।
মুঠোফোনে চেয়ারম্যান আবু তাহেরের সাথে যোগাযোগ এর চেষ্টা করিলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কথা হলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ যাদের নৌকার মনোনয়ন দিয়েছে তাদের বিজয়ী করা আমাদের পবিত্র দায়িত্ব।
Leave a Reply