বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০৫ অপরাহ্ন
মোঃশরিফ হোসেন,চাঁদপুর প্রতিনিধিঃ
স্রষ্টার সৃষ্টি আমরা মানব জাতি এটাই আমাদের বড় পরিচয় – এমনটা বললেন সাংবাদিক এস আর শাহ আলম। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় চাঁদপুর জেলা হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়ন সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে হাইমচর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং এর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী চাঁদপুর নিউজ ডট কম পরিবার প্রতিষ্ঠিতা প্রকাশক এস আর শাহ আলম আরো বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার , আর প্রতিটি ধর্মের সাথে প্রতিটি মানব জাতির মিল রয়েছে, তাই সকলেট ধর্মকে সকলে সন্মান করলে দেশের সকল মমানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই দেশ ও জাতির শান্তি চাই, আমরা কোন অরজরতা সৃষ্টি না করে সকলে মিলে সুন্দর একটিি জেলা গড়ে তুলবো, আগে যেমনি আমমরা কাধে কাদ মিলিয়ে চলেছি ঠিক এখনো চলবো। এই প্রত্যাশা সকলের কাছে আমার।
সে সসমশ সভায় উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, থাানার এস আই পলাশ এ এস আই কাশেম সহ ওয়ার্ড সদস্য ও এলাকাবাসি।
Leave a Reply