মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১১:১২ অপরাহ্ন
কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে লম্বা সময় ধরে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া ও লাকসাম থেকে দুটি রিলিপ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Leave a Reply