বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:২৪ অপরাহ্ন
মোঃ রাশিদ নাইফ প্রিনন, স্টাফ রিপোর্টারঃ
চিলমারী মডেল থানার মামলা নং- ১৩, তাং-২৫/0৭/২১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৭/৯(১)/৩০ তৎসহ ৫০৬ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মোঃ রিয়াজুল দেওয়ানী (৫০), পিতা-মৃত ফুল গনি দেওয়ানী, সাং-করাই বরিশাল, থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রামকে আজ ১৮/০৯/২০২১ ইং তারিখ লালমনিরহাট জেলার সদর থানার মোস্তফী এলাকার খালেক মোড় বাজার হতে থেকে চিলামারী থানার এসআই মিতু আহম্মেদ, পিএসআই দিলীপ কুমার সংগীয় ফোর্স সহ লালমনির হাট থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করেন।
আজ যথাযথ বিধি মোতাবেক উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। উক্ত আসামী মামলার ঘটনাকে ধামাচাপা দেয়ার উদ্দেশ্য স্থানীয়ভাবে ধর্ষন মামলার আসামীকে বাচানোর জন্য স্থানীয়ভাবে শালিষের আযোজন করে। ভিকটিমকে বলে যে, বিচার না মানলে তাকে এলাকায় থাকতে দেবেন না। ভিকটিম থানায় মামলা করার পর উক্ত আসামী ভিকটিম এর পিতা সহ পরিবারের লোকজনকে মামলা তোলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর হইতে উক্ত আসামী পলাতক ছিলেন।
Leave a Reply